Tuesday, April 28, 2015

বিশ্বের সর্বাধুনিক স্মার্টফোনের ঘোষণা নিয়ে এলো এলজি জি৪



    কাল  এলজি তাদের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোনে জি৪ এর ঘোষণা দিয়েছে। এটি তাদের
  হিট মোবাইল জি৩ এর উত্তরসূরী হিসেবে বাজারে আসতে চলেছে
    এলজি জানায়, এ যাবতকালের সবচেয়ে অ্যাডভান্সড ক্যামেরা নিয়ে আসবে জি৪। এতে
শুধুমাত্র এফ১.৮ অ্যাপারচারই যোগ হয়নি, এর মাধ্যমে 'র ইমেজ'
    আজ থেকে দক্ষিণ কোরিয়ার বাজারে পাওয়া যাবে এটি। বিশ্বের ১৮০টি দেশে
বাজারজাত হবে জি৪। তবে ভারত বা বাংলাদেশের বাজারে কবে নাগাদ পাওয়া যাবে তা
নির্দিষ্ট করে বলেনি।
    এই মুহূর্তে বাজারের সর্বোচ্চমানের স্মার্টফোন স্যামসাং গ্যালাক্সি এস৬, আইফোন ৬ বা এইচটিসি এম৯ এর সঙ্গে প্রতিযোগিতা করবে।
    এলজি এর সিইও জুনো চো বলেন, আমারা বরাবরের মতো অ্যাডভান্সড টেকনলজির
ক্ষেত্রে প্রতিশ্রুতিবদ্ধ যার নিশানা এই ফোনটিতে পাওয়া যাবে। ব্যবহারকারীরা
 আরো প্রযুক্তিবান্ধব অনুভূতি পাবেন। এতে অত্যাধুনিক প্রযুক্তির সঙ্গে
অ্যানালগ পদ্ধতির সমাবেশ ঘটানো হয়েছে। এর সঙ্গে যোগ হয়েছে সর্বোচ্চ
পারফরমেন্স। এ পর্যন্ত আমাদের সবচেয়ে আকাঙ্ক্ষিত স্মার্টফোনটি বানিয়েছি
আমরা।
    জি৪-এ দেওয়া হয়েছে নতুন ৫.৫ ইঞ্চির আইপিএস কোয়ান্টাম ডিসপ্লে। রংয়ের গুণগত
 মান ২০ শতাংশ বেড়েছে, উজ্জ্বলতা বাড়ানো হয়েছে ২৫ শতাংশ এবং কন্ট্রাস্ট
উন্নত করা হয়েছে ৫০ শতাংশ।
    কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮০৮ প্রসেসরে যোগ হয়েছে এক্স১০ এলটিই। পর্দার
রেজ্যুলেশন ২৫৬০x১৪৪০.৫৩৮ পিপিআই। ৩২ জিবি ইএমএমসি রম রয়েছে। আছে
মাইক্রোএসডি স্লট। এলপিডিডিআর৩ ৩জিবি র‍্যাম আছে। ব্যাটারি খোলা যায় যার
শক্তি ৩০০০ এমএএইচ। অ্যান্ড্রয়েড ললিপপ ৫.১ দেওয়া হয়েছে এতে। সূত্র :
ইন্ডিয়া টুডে - See more
গত http://www.kalerkantho.com/online/info-tech/2015/04/29/216168#sthash.81iScuX1.dpuf

Sunday, April 26, 2015

সহজেই খুলে ফেলুন ফেইসবুক ফটো ভেরিফিকেশন লক

                                           http://www.bd24live.com/bangla/article_images/2015/04/25/download-(3)-1.jpgসবাইকে
 আমার আন্তরিক সালাম ও অভিনন্দন। তো বেশি কথা না বলে কাজের কথাই আসি –
আমাদের বর্তমানে ফেসবুক আইডি নেই এরকম লোক কমই আছে আর এই ফেসবুক চালানোর
মাঝে বিশাল সমস্যা ফটো বেরিফিকেশন আর এজন্য আমাদের সাধের আইডি গুলা বাদ
দিতে হয়। আর এই সমস্যাই পড়লে সমাধান দিব আজ যেটা একদম সহজ এবং ১০০% আইডি
ছেড়ে যাবে ।যেভাবে লক খুলবেন ফটো ভেরিফিকেশন করেঃ প্রয়োজনীয়

উপকরণঃ (১) একটি সাদা খাতা (২) একটি কলম যে ফটোটা আসবে তার নাম খাতায় লিখে
 রাখুন। ধরুন ধানের ক্ষেতে পাখির একটি ছবি এসেছে। আপনি খাতায় লিখুন
“”ধানের ক্ষেতে পাখি””।
এরপর এর পাশে ফেসবুক ছবিটা দিয়ে যেসব লোকের
নাম দিয়েছে তাদের নাম পরিষ্কার করে লিখে ফেলুন। এভাবে প্রতিটা ফটোর নাম
এবং ফেসবুকের দেয়া নামগুলো একটা একটা করে খাতায় লিখে রাখুন। কোনটাতে ওকে
দিবেন না। কমপক্ষে ত্রিশ মিনিট পর আবার ফটো ভেরিফিকেশন করার চেষ্টা করবেন
এবং উপরে উল্লেখিত নিয়মে আবার খাতায় সব লিখে রাখুন ।এভাবে চেষ্টা
 করলে দেখবেন যে ফেসবুক আবার সেই আগের ছবিগুলোই দিচ্ছে । এবার মিলিয়ে
দেখুন । প্রথমবার “ধানের ক্ষেতে পাখি”র নিচে যে নামগুলা ছিলো পরের বারের
গুলোর সাথে মিলান । দেখবেন একটা নাম মিল আছে এবং এটা তারই ছবি। (প্রয়োজনে তৃতীয়বার খাতায় লেখুন) আইডি খুলে গেলে দুই রাকাত নফল নামাজ পড়ে মহান আল্লাহর প্রতি কৃতগ্গতা প্রকাশ করতে ভুলবেন না ।see more

- See more at: http://www.bd24live.com/bangla/article/38860/index.html#sthash.LJLuwmdr.dpuf

Thursday, April 23, 2015

হ্যাকিং থেকে বাঁচার উপায়

সাতসকালে
 ঘুম থেকে উঠে দেখলেন কোনোভাবেই নিজের ফেসবুক অ্যাকাউন্টে ঢুকতে পারছেন না।
 ব্যাপারটা নিয়ে যখন চিন্তা করছেন, এমন সময় কোনো বন্ধুর কাছ থেকে আপনার
অদ্ভুত সব ফেসবুক স্ট্যাটাসের ব্যাপারে ফোন পেলেন। বুঝতে বাকি থাকল না
আপনার ফেসবুক অ্যাকাউন্টটি হ্যাক হয়েছে। আর এ জন্যই আপনার ফেসবুক
অ্যাকাউন্ট রক্ষা করতে সচেতন হওয়া জরুরি।

ফেসবুক হ্যাকিং প্রতিরোধ কাউকেই
 নিজের পাসওয়ার্ড জানাবেন না। আর নিরাপদ সংযোগ ব্যবহার করে ওয়েবসাইট দেখার
ব্যাপারটা সব সময়ই অগ্রগণ্য। কাজ শেষে অ্যাকাউন্ট থেকে লগ-আউট বা বের হতে
ভুলবেন নানিউজ ফিডে থাকা সন্দেহজনক কোনো ওয়েব
 ঠিকানার লিংকে ক্লিক করবেন না। নিশ্চিত না হয়ে কোনো অ্যাপ, গেম বা ভিডিও
দেখার লিংকে ক্লিক না করাই ভালো। তৃতীয় পক্ষের কোনো প্রোগ্রাম বা
অ্যাপ্লিকেশন ব্যক্তিগত তথ্যে প্রবেশের অনুমতি চাইলে সেগুলো পরিহার করতে
হবে। কোনো অ্যাপ ব্যবহার না করলে ফেসবুক থেকে সেটি মুছে দিন।নিজের অ্যাকাউন্টে অতিরিক্ত আরেকটি
ই-মেইল ঠিকানা যোগ করুন। কোনো কারণে নিজের প্রোফাইল হ্যাকড হলে সেই ই-মেইলে
 ফেসবুক অ্যাকাউন্ট পুনরুদ্ধারের তথ্য পাঠিয়ে দেবে ফেসবুক কর্তৃপক্ষঅপরিচিত কারো বন্ধুত্বের অনুরোধ
গ্রহণ করার আগে যাচাই করে নিন। নিজেদের মধ্যে চেনাজানা ছাড়া কাউকে বন্ধু
বানানো মানে তাকেও আপনার ব্যক্তিগত তথ্য দেখার অনুমতি দিয়ে দিলেন। এ ছাড়া
কোনো আর্থিক বা ব্যক্তিগত গোপন তথ্য জানিয়ে ফেসবুকে পোস্ট না করাই ভালনিয়মিত পাসওয়ার্ড পরিবর্তন করুন।
প্রতিবার নতুন একটি পাসওয়ার্ড দিন। পাসওয়ার্ড হিসেবে নিজের জন্মতারিখ, ফোন
নম্বর বা জন্মস্থানের নাম দেবেন না। ফেসবুক সেটিংস থেকে লগইন নোটিফিকেশন
অপশনটি চালু করতে ভুলবেন না।কম্পিউটারের নিরাপত্তাবিষয়ক
সফটওয়্যারগুলো সব সময় হালনাগাদ করে রাখুন। বর্তমানে ফেসবুক অ্যাকাউন্ট
হ্যাক করার সহজতম উপায় হলো ফিশিং আক্রমণ। এ জন্য ফিশিং সাইটগুলোকে ধরার
জন্য সব সময়ই বিশ্বস্ত কোনো অ্যান্টি-ভাইরাস সফটওয়্যার ব্যবহার করুন। এর
ফলে ক্ষতিকর কি-লগার (যে প্রোগ্রাম গোপনে আপনার কম্পিউটারের প্রতিটি বোতাম
চাপার তথ্য লিপিবদ্ধ করে হ্যাকারকে পাঠিয়ে দেয়) থেকেও কম্পিউটার রক্ষা
পাবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, ভাইরাস ডেটাবেস হালনাগাদ করা, ফায়ারওয়াল
চালু রাখা, সর্বশেষ সংস্করণের ব্রাউজার ব্যবহার এবং সময়ে সময়ে অপারেটিং
সিস্টেমের নিরাপত্তা হালনাগাদ নামিয়ে ইনস্টল করসর্বোপরি ফেসবুক অনেকটা ভালো কোনো বন্ধুর মতো। তাই একে যতটা সম্ভব ব্যক্তিগত আর নিরাপদ রাখতে সম্ভাব্য সব চেষ্টাই করা উচিত।সম্প্রতি রাশিয়ার হ্যাকাররা ৪৯ লাখ
৩০ হাজার জিমেইল অ্যাকাউন্টের ইউজার নেম ও পাসওয়ার্ড চুরি করে তা অনলাইনে
প্রকাশ করেছে। যেসব গুগল অ্যাকাউন্ট হ্যাক হয়েছে সেগুলোর বেশির ভাগ ইউজার
নেম ও পাসওয়ার্ড ব্যবহার করে এখনো অ্যাকাউন্টে ঢোকা যাচ্ছে বলেই হ্যাকারদের
 দাবি। গুগলের মেইল সার্ভিস জিমেইল, গুগল ড্রাইভ, ইউটিউব, ম্যাপ প্রভৃতি
সেবার ক্ষেত্রেও চুরি করা অ্যাকাউন্টের তথ্য ব্যবহার করে কাজে লাগাতে পারে
দুর্বৃত্তরা। যদিও গুগল কর্তৃপক্ষ অ্যাকাউন্ট হ্যাকের কথা অস্বীকার করেছে।
কারণ গুগলের স্বয়ংক্রিয় অ্যান্টি-হাইজাকিং সিস্টেম এই পাসওয়ার্ড ব্যবহার
করে অ্যাকাউন্টে লগ ইন করতে গেলে তা বন্ধ করে দেবে। গুগল দাবি করেছে, তারা
গুগল অ্যাকাউন্ট হ্যাকের বিষয়টি অবগত। তবে গুগলের কোনো সিস্টেম হ্যাক করতে
পারেনি সাইবার দুর্বৃত্তরা। ম্যালওয়্যার বা ফিশিংয়ের মাধ্যমে লগ ইন তথ্য
হাতিয়ে নিতে পারে দুর্বৃত্তরা।
হ্যাকিং প্রতিরোধে গুগলের পরামর্শ আপনার
 জিমেইলের জন্য স্বতন্ত্র একটি পাসওয়ার্ড ব্যবহার করুন। এই পাসওয়ার্ড যতটা
সম্ভব জটিল করুন। অক্ষর, সংখ্যা, চিহ্ন মিলিয়ে পাসওয়ার্ড জটিল করা যায়।
অ্যাকাউন্ট যদি হ্যাক হয়ে থাকে তবে তা পুনরুদ্ধার করতে মোবাইল ফোন নম্বর ও
রিকভারি মেইল ব্যবহার করুন।টু-স্টেপ ভেরিফিকেশন বা দ্বিস্তরের
নিরাপত্তা ব্যবহার করুন। দুই স্তরের এই ভেরিফিকেশন প্রক্রিয়ায়
ব্যবহারকারীকে তার অ্যাকাউন্টে নিয়মিত পাসওয়ার্ড ব্যবহারের পাশাপাশি লগ ইন
করার সময় স্মার্টফোন ও ট্যাবে অ্যাপলের পাঠানো আরো একটি পাসওয়ার্ড ব্যবহার
করতে হয়। এতে অতিরিক্ত একটি স্তরের নিরাপত্তা পাওয়া যায়>গুগলের
>
 এই লিংক থেকে অ্যাকাউন্ট নিরাপত্তার জন্য বিভিন্ন পদ্ধতি পাবেন। সেগুলো যত
 দ্রুত সম্ভব পরীক্ষা করে অ্যাকাউন্টের নিরাপত্তা নিশ্চিত করারও পরামর্শ
দেয়া হয়েছে

 1হ্যাকিং প্রতিরোধে করণীয় হ্যাকিং
 প্রতিরোধে কিছু সাধারণ বিষয়ের প্রতি সবারই নজর দেয়া উচিত। কারণ আমাদের
সবার অনলাইন অ্যাকাউন্টই কমবেশি হ্যাকিংয়ের ঝুঁকির মধ্যে রয়েছে। হ্যাকিং
করে হ্যাকাররা। মজার ব্যাপার হলো হ্যাকিংয়ের হাত থেকে বাঁচার জন্য
হ্যাকাররাই কিছু মূল্যবান পরামর্শ দিয়েছে। হ্যাকারদেরই দেয়া এই পরামর্শ,
তাই এটি মেনে চললে আপনি অনলাইনে সুরক্ষিত থাকবেন বলেই আশা করা যায়।see more

প্রসারিত হচ্ছে গুগল দুনিয়া

গুগল স্ট্রিটভিউনির্দিষ্ট
 এলাকায় আছেন কিন্তু বুঝতে পারছেন না আপনার গন্তব্য কোথায়? বাসা, হাসপাতাল,
 রেস্টুরেন্ট ইত্যাদি প্রয়োজনীয় জায়গাগুলোর সঠিক অবস্থান জানতে পারবেন বাসা
 থেকে বের হওয়ার আগেই ইন্টারনেটের কল্যাণে। কেবল ঠিকানা নয়, সাথে পাবেন
সেখানকার ছবিও। ‘গুগল স্ট্রিটভিউ’-এর কল্যাণে পুরো প্রক্রিয়াটি সম্ভব করেছে
 বিশ্বখ্যাত সার্চ ইঞ্জিন গুগল। ২০১৩ সালের ফেব্র“য়ারিতে বাংলাদেশ সরকারের
অনুমোদনে গুগল ঢাকা এবং চট্টগ্রামজুড়ে স্ট্রিট ভিউ গাড়িতে তাদের কার্যক্রম
শুরু করে। দেশে স্ট্রিটভিউ চালুর ফলে দেশের অর্থনৈতিক উন্নয়নের সূচক বাড়বে।
 এ ছাড়া দেশের মানুষের কাছে অনলাইন মানচিত্র সেবা আরো সহজ ও সুবিধাজনক হবে।
 এই সেবাতে বাংলাদেশ একটি আকর্ষণীয় ও দ্রুত বিকাশমান পর্যটন হিসেবে
বিশ্বব্যাপী পর্যটকের ব্যাপকভাবে পরিচিত হয়ে উঠবে। গুগল ম্যাপসের জনপ্রিয়
সেবা স্ট্রিটভিউ পৃথিবীর অর্ধশতাধিক দেশে বিদ্যমান।২০০৭ সালের ২৫ মে যুক্তরাষ্ট্রে
প্রথম স্ট্রিটভিউ (www.google.com/ streetview) সুবিধা চালু করে গুগল। ২০১৩
 সালের ১৪ ফেব্র“য়ারি ঢাকায় যাত্রা শুরু করে গুগলের স্ট্রিটভিউর গাড়ি।
স্ট্রিটভিউ ব্যবহারকারীকে তার নিকটবর্তী এলাকার প্যানারোমিক একটি চিত্র
তুলে ধরার মাধ্যমে সহজেই কোনো জায়গার দিকনির্দেশনা পেতে সাহায্য করে।
ব্যবহারকারীর কাক্সিক্ষত জায়গাটি নিজের চোখে দেখার সুযোগ মেলে। যেসব দেশে
স্ট্রিটভিউ সুবিধা বিদ্যমান, সেখানকার ব্যবহারকারীরা গুগল ম্যাপস থেকে
যেকোনো এলাকার দৃশ্য জুম করে বড় আকারে দেখতে পান। বাম পাশে অবস্থিত কমলা
রঙের পেগমান আইকনটি টেনে এনে ম্যাপের নীল রঙ চিহ্নিত রাস্তাগুলোর ওপর বসিয়ে
 এই সুবিধা পেয়ে থাকেন ব্যবহারকারীরা। এর ফলে চাইলে এসব এলাকায়
স্মার্টফোনের সাহায্যে গুগল মানচিত্রে ছবি দেখেই নির্দিষ্ট জায়গা খুঁজে
পাওয়া সহজ হবে। ঢাকা ও চট্টগ্রাম ছাড়া বাকি জেলাগুলোতেও পর্যায়ক্রমে এ
সুবিধা চালু হবে বলে জানা গেছে।যেভাবে খুঁজে পাবেনদ্রুতগতির
 ইন্টারনেট-সুবিধা ব্যবহার করে গ্লোবাল পজিশনিং সিস্টেমের (জিপিএস) মাধ্যমে
 নিখুঁত স্থানটি খুঁজে পেতে প্রয়োজন এই স্ট্রিটভিউ সুবিধা। স্মার্টফোন
কিংবা কম্পিউটারে www.maps.google.com ঠিকানায় গিয়ে ঢাকা ও চট্টগ্রামের
বিভিন্ন স্থানের ছবিও দেখতে পারবেন। স্ট্রিটভিউয়ের ওপরে বাম পাশে থাকা
সার্চ বক্সে আপনি যে জায়গাটি দেখতে চান, সেটির ঠিকানা লিখে খুঁজলেই ওই
এলাকার দিকনির্দেশনা দেখাবে। এবার বাম পাশে মোর অপশনে গিয়ে স্ট্রিটভিউ
লেখায় ক্লিক করলে আপনি ওই এলাকার ছবি দেখতে পারবেন। তব এজন্য আপনার
কম্পিউটারে ফ্লাশ প্লেয়ারের আপডেট ভার্সন সেটআপ করে নিতে হবে। স্ট্রিটভিউ
চালু হলে নির্দিষ্ট স্থান থেকে যদি আপনি সামনে কিংবা পেছনে যেতে চান, তাহলে
 তীর চিহ্নে ক্লিক করুন। যেহেতু ছবিটি ৩৬০ ডিগ্রিতে দেখা যাবে, তাই চাইলে
নির্দিষ্ট এলাকার পুরো ছবিটিই দেখতে পাবেন। ইন্টারনেটের গতি কম থাকলে ছবি
পুরো পরিষ্কার হতে কিছুটা সময় লাগতে পারে। মানচিত্রে থাকা অবস্থায়ই যদি
কোনো এলাকা দেখতে চান, তার কোনো কোনো জায়গায় স্ট্রিটভিউ সুবিধা আছে সেটিও
দেখে নিতে পারেন। এ জন্য মানচিত্রের নিচে ডান পাশে থাকা হলুদ রঙের ছবিটিতে
ক্লিক করুন। তাৎক্ষণিকভাবে পুরো মানচিত্রে আপনি যে এলাকা দেখতে চান, তার
প্রতিটি রাস্তায় নীল রঙের দাগ দেখতে পাবেন। এ দাগ যত জায়গায় রয়েছে, তত
জায়গায়ই আপনি গুগল স্ট্রিটভিউয়ের মাধ্যমে ছবি দেখতে পারবেন। স্ট্রিটভিউ
অ্যাপস পাওয়া যাবে http://bit.ly/1BpD0fU ঠিকানায়।গুগল
 স্ট্রিটভিউ এমন একটি প্রযুক্তি-সুবিধা, যার মাধ্যমে গুগল ম্যাপস এবং গুগল
আর্থে প্যানারোমিক ভিউতে ছবি দেখার পাশাপাশি বিশ্বের যেকোনো নির্দিষ্ট
রাস্তার পূর্ণাঙ্গ চিত্র দেখা যায়।গুগল মানচিত্রে বিভিন্ন স্থাপনা, স্থান যুক্ত করে আসছেন ম্যাপিং বাংলাদেশ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। ঢাকা
 ও চট্টগ্রামে এ সেবাটি চালুর বিষয়ে ম্যাপিং বাংলাদেশের প্রধান নির্বাহী
ব্যবস্থাপক হাসান শাহেদ জানিয়েছেন, ‘গুগল ম্যাপে বাংলাদেশকে তুলে ধরতে আমরা
 অনেক দিন ধরেই স্বেচ্ছাসেবার ভিত্তিতে কাজ করে যাচ্ছি। এখন গুগল
স্ট্রিটভিউ চালুর ফলে আশা করছি আমাদের কাজটি আরো উন্নত হবে। মূলত গুগলের
একটি গাড়ি বিশ্বের বিভিন্ন দেশের রাস্তায় গিয়ে ওই স্থানের ছবি তোলে। এ জন্য
 বিশেষভাবে তৈরি একটি গাড়ি রয়েছে। ৯টি ক্যামেরার মাধ্যমে এ গাড়ির সাহায্যে
৩৬০ ডিগ্রি ভিউতে প্যানোরোমা সুবিধা ব্যবহার করে ছবি তোলা যায়। এর সাথে
থাকে বিশেষ লেজার ও জিপিএস-সুবিধা, যা ছবি তোলা হয়েছে এমন স্থানটির দূরত্ব
কত সেটিও নির্ধারণ করে দেয়। নির্দিষ্ট একটি এলাকার ছবি তোলার পাশাপাশি ওই
স্থানের তথ্য সংগ্রহ, যাচাই শেষে যুক্ত হয় গুগল মানচিত্রে।প্রযুক্তি
 বিশেষজ্ঞদের মতে, গুগল স্ট্রিটভিউর বিভিন্ন অ্যাপ্লিকেশন বাংলাদেশের
জনগণের নানা ধরনের প্রয়োজন মেটাতে সাহায্য করতে পারে। এ সেবাটি আরো সহজে
স্মার্টফোনে ব্যবহার করতে রয়েছে বিশেষ অ্যাপ।গুগল স্ট্রিটভিউ এমন একটি
প্রযুক্তি-সুবিধা, যার মাধ্যমে গুগল ম্যাপস এবং গুগল আর্থে চার দিকের
প্যানারোমিক ছবি দেখা যায়। পাশাপাশি নির্দিষ্ট রাস্তার পূর্ণাঙ্গ ছবি দেখা
যায়। মূলত গুগলের একটি গাড়ি বিশ্বের বিভিন্ন দেশের রাস্তায় গিয়ে ওই জায়গার
ছবি তোলে। এ জন্য বিশেষভাবে তৈরি গাড়িটিতে রয়েছে প্যানারোমিক ছবি তোলার
জন্য ৯টি ক্যামেরা, যেটি ৩৬০ ডিগ্রি কোণে ছবি তুলতে পারে। সাথে আছে বিশেষ
লেজার ও জিপিএস-সুবিধা, যেটি ছবি তোলার সাথে সাথে যেখান থেকে ছবি তোলা হলো,
 সেখান থেকে ছবি তোলার স্থানটির দূরত্ব কতটুকু, সেটি নির্ধারণ করে দেয়।
২০১৩ সালের ৯ ফেব্র“য়ারি বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে গুগল স্ট্রিটভিউয়ের গাড়ি
 আসে। ১৪ ফেব্র“য়ারি ঢাকায় ছবি তোলা শুরু হয়।চাইলে কম্পিউটার বা স্মার্টফোন থেকে
 ইনস্ট্যান্ট স্ট্রিটভিউ ওয়েবসাইট (www.instantstreetview.com) থেকেও
গন্তব্যের ছবি দেখা যাবে। এ ওয়েবসাইটে গিয়ে সার্চ ঘরে ঠিকানাটা লিখে দিলেই
চলবে।স্থলভাগের গুগল সমুদ্রতলের
 স্ট্রিটভিউ তৈরি করতে কাজ করছে। গুগলের সমুদ্রবিষয়ক এই প্রজেক্টের ওপর কাজ
 শুরু হয়েছে প্রায় ছয় বছর আগে থেকে যার ফাইন্ডার হচ্ছেন ‘কিহোল’। গুগল এর
মধ্যে সমুদ্র অঞ্চলগুলোর ম্যাপিং করে ফেলেছে, এখন শুধু সমুদ্রতলের
স্ট্রিটভিউ তৈরি করা। কিন্তু সমুদ্রতলের স্ট্রিটভিউ তৈরি করাটা মূলত
চ্যালেঞ্জ। সমুদ্র ম্যাপিং ডাটা এবং সমুদ্র অভ্যন্তরীণ ডাটা আরো ব্যাপক
জটিলতার কারণ হয়েছে। এর মধ্যে গুগল ছয়টি লোকেশন প্রকাশ করেছে- ‘ওয়াহু’,
‘মাউহু’ অঞ্চল যা গ্রেড ব্যবরিয়ার রিফের পাশে। সমুদ্রতলের
 দৃশ্য ধারণের জন্য গুগল স্পেশাল টাইপের কিছু যন্ত্র ব্যবহার করছে, যার
সামনে এবং দুই ডানায় ক্যামেরা থাকবে। একজন ডুবচারী এটি নিয়ে টানা দুই
কিলোমিটার যেতে পারবে এবং ৩০০০-৪০০০ ছবি তুলতে পারবে। গুগলের পুরো ডুবচারী
টিম মিলে এ পর্যন্ত এক লাখ ৫০ হাজার ছবি ধারণ করেছে।ঢাকার
 রাস্তায় যাত্রা শুরু করেছে গুগল বাস। উদ্দেশ্য শিক্ষার্থীদের মধ্যে
প্রযুক্তি সম্পর্কে সচেতনতা সৃষ্টি। গুগল বাসের মধ্যে রয়েছে ইন্টারনেট
সংযোগ সংবলিত কম্পিউটার এবং সাউন্ড সিস্টেম। এসব ব্যবহার করে ইন্টারনেট
ব্যবহারের বিভিন্ন দিক শিক্ষার্থীদের জানানো হবে। বিশেষ করে গুগলের বিভিন্ন
 সেবা সম্পর্কে আগ্রহী শিক্ষার্থীরা জানতে পারবেন বিনা খরচায়। গুগলের এই
প্রকল্পের আওতায় বাংলাদেশের প্রায় ৩৫টি জায়গায় প্রশিক্ষণ দেয়া হবে। কলেজ ও
বিশ্ববিদ্যালয়ের প্রায় পাঁচ লাখ শিক্ষার্থীকে প্রশিক্ষণ দেয়ার লক্ষ্য রয়েছে
 এ প্রকল্পের।গুগলের রিস্টব্যান্ডমানুষের
 কৃত্রিম ত্বক তৈরি করছে গুগল। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে
অবস্থিত গুগল এক্স গবেষণাগারের প্রাণবিজ্ঞান বিভাগে চলছে ওই কৃত্রিম ত্বক
তৈরির কাজ। তবে কাজটা এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। আগেভাগেই বিভিন্ন রোগ
শনাক্ত করতে পারে, এমন রিস্টব্যান্ড তৈরির জন্য একটি প্রকল্পের অংশ হিসেবে
ওই ত্বক বানানো হচ্ছে। এর মাধ্যমে যেসব রোগ শনাক্ত করা যেতে পারে, তার
মধ্যে রয়েছে ক্যান্সার ও হৃদরোগ। এই প্রকল্পের গবেষক ড. এন্ডরু কনরাড
 জানিয়েছেন, ক্যান্সার কোষগুলো প্রথমবারের মতো দৃশ্যমান হওয়ার সাথে সাথেই
সেগুলোকে এই পদ্ধতিতে শনাক্ত করা যাবে। দেহে কোনো রোগ আছে কি না, তা
ক্ষুদ্রাতিক্ষুদ্র কণার সাহায্যে ‘খোঁজ করবে’ এই রিস্টব্যান্ড।
ক্যান্সারের মতো রোগের লক্ষণগুলো শরীরে দৃশ্যমান হতে বেশ সময় লেগে যায়।
কিন্তু এই পদ্ধতি লক্ষণগুলো দৃশ্যমান হওয়ার অনেক আগেই রোগ শনাক্ত করে দেবে।
 এভাবে আগেভাগেই রোগ ধরা গেলে অসুস্থতার কারণে প্রাণহানির মাত্রা কমে যাবে
ব্যাপক হারে। ক্ষুদ্রাতিক্ষুদ্র কণা আপনার পুরো দেহে বিচরণ করে ওই কোষগুলো
খুঁজে ফিরবে। আর আমরা একটি চুম্বক ব্যবহার করে সেগুলো সংগ্রহ করব এবং
জিজ্ঞেস করব, তারা কী দেখতে পেয়েছে।এই পদ্ধতির ভিত্তি হবে মানুষের
প্রাণরসায়নে যে সূক্ষ্ম পরিবর্তনগুলো ঘটে, তার ওপর নজর রাখা। এই প্রাণরসায়ন
 একটি আগাম সঙ্কেতব্যবস্থা হিসেবে কাজ করতে পারে। রোগীকে এমন একটি ওষুধ
সেবন করানো হবে, যাতে থাকবে ক্ষুদ্রাতিক্ষুদ্র কণা। ভিন্ন ভিন্ন অবস্থার
জন্য সেগুলো ভিন্ন ভিন্ন মাত্রা নির্দেশ করবে। এতে কোষগুলোকে ‘প্রজ্বলিত
করা’ সম্ভব হবে। এর ফলে কোষগুলো যখন রক্তধারার ভেতর দিয়ে হাতে প্রবাহিত
হবে, তখন কব্জিতে লাগানো চুম্বকীয় রিস্টব্যান্ড সেগুলোকে শনাক্ত করতে
পারবে। যেহেতু এই পদ্ধতি কোষগুলো থেকে নির্গত হওয়া আলোর ওপর নির্ভর করে,
সেহেতু গবেষকদের প্রথমেই একটা প্রশ্নের উত্তর বের করতে হবে আলো চামড়ার ভেতর
 দিয়ে কিভাবে প্রবাহিত হয়। সুতরাং তাদের মানুষের হাতের একটা মডেল তৈরি করতে
 হবে। তবে এ ধরনের বাস্তবিক মডেলও তৈরি করেছেন গবেষকেরা। এতে ব্যবহার করা
হয়েছে সিনথেটিক দ্রব্যের পাশাপাশি মানুষের আসল ত্বক। এর আগে গুগল এক্স
স্বাস্থ্যবিষয়ক যেসব অভিনব প্রকল্প নিয়ে গবেষণা করেছে, তার মধ্যে রয়েছে
ডায়াবেটিসে আক্রান্ত রোগীদের জন্য গ্লুকোজ মাপার কনট্যাক্ট লেন্স,
পারকিনসন্স রোগের কারণে সৃষ্ট কাঁপুনি সামাল দেয়ার চামচ ইত্যাদি
গুগল ডিওডোরেন্টশরীরের
 দুর্গন্ধ ও কীট ধ্বংস করে সুন্দর ও তাজা সুবাস নির্গমনের ডিভাইস তৈরির
জন্য প্যাটেন্ট নিয়েছে গুগল। এই পরিধেয় ‘সুবাস নির্গমন ডিভাইস’ বিভিন্ন
সেন্সরের মাধ্যমে ব্যবহারকারীর শারীরিক কার্যকলাপও শনাক্ত করতে সক্ষম। এ
ছাড়া এই সেন্সর তাপমাত্রা এবং আর্দ্রতা বৃদ্ধি শনাক্তকরণসহ ঘামের মাত্রা
সম্পর্কে ধারণা দেবে। এই ডিভাইসকে জামাকাপড়ের ভেতরে সহজেই ফিট করা যাবে এবং
 এটি তার সেন্সরের পরিসীমা ব্যবহার করে গন্ধের মাত্রা নির্ধারণ করে।
প্রয়োজন হলে, এটি সুন্দর গন্ধ নির্গমন করে ব্যবহারকারীকে একটা তাজা ও ফ্রেশ
 সুবাসের অনুভূতি দিতে পারবে। যদিও গুগল এ ব্যাপারে এখনো কোনো আনুষ্ঠানিক
ঘোষণা দেয়নি। তবে কবে নাগাদ এই ডিভাইস তৈরি হবে ও বাজারে ছাড়া হবে তা জানা
না গেলেও গুগল এই ডিভাইস উন্নতির জন্য কাজ করে যাচ্ছগুগলের আকর্ষণীয় বিষয়গুগল গুগলে
 যখন কোনো বিষয় সার্চ দেয়া হয়, তখন আমরা খুব দ্রুত ফল দেখতে পাই। কিন্তু
মজার বিষয় এই ফল দেখানোর আগে গুগল কমপক্ষে ২০০টি বিষয় বিবেচনা করে, তবেই তা
 প্রদর্শন করে। গুগলে প্রতি সেকেন্ডে ২০ লাখেরও বেশি সার্চ হয়। গুগল
একমাত্র প্রতিষ্ঠান যে তার সার্চপেজে যত দ্রুত সম্ভব ফল প্রদর্শন করে
ইন্টারনেট ব্যবহারকারীকে কম সময় ধরে রাখতে চায়।গুগল ডোমেইগুগল
 ও গুগলের নামের আশপাশে থাকা অনেক ডোমেইন কিনে রেখেছে গুগল। গুগল লিখতে ভুল
 হলেও যে ডোমেইন নামগুলো পাওয়া যায়, তারও মালিক গুগল। যেমন গুওগল ডটকম, গগল
 ডটকম, গুগলার ডটকম প্রভৃতি। গুগল এমনকি ৪৬৬৪৫৩ ডোমেইনটিও নিয়ে রেখেছে।see more

Wednesday, April 22, 2015

সৌরশক্তিচালিত উড়োজাহাজের বিশ্বভ্রমণ

রাইট ভাইয়েরা উড়োজাহাজ তৈরি করার পর শত
বছরের বেশি পেরিয়ে গেছে। মানুষ চাঁদে গেছে, কিছু দিনের মধ্যে মঙ্গলে যাবে।
আমাদের জীবদ্দশাতেই হয়তো সেটা দেখে যেতে পারব। বিজ্ঞানের কল্যাণে আমাদের
দৃষ্টি এই সৌরমণ্ডল ও গ্যালাক্সি ছাড়িয়ে মহাশূন্যের গভীর পর্যন্ত পৌঁছে
গেছে। মানুষের অগ্রযাত্রা থেমে নেই। উড়ে যাওয়ার এই অগ্রযাত্রায় নতুন সংযোজন
 সৌরশক্তিচালিত উড়োজাহাজ। অবশেষে বিশ্বভ্রমণের লক্ষ্যে সংযুক্ত আরব
আমিরাতের রাজধানী আবুধাবি থেকে গত ৯ মার্চ যাত্রা শুরু করেছে সৌরশক্তিচালিত
 উড়োজাহাজ সোলার ইম্পালস-২। বিস্তারিত নিয়ে লিখেছেন নাজমুল হোসেনসোলার ইম্পালস-২ প্রথম সফল পদক্ষেপ
হিসেবে আবুধাবি থেকে ওমানের রাজধানী মাসকটে পৌঁছেছে। ৪০০ কিলোমিটার দূরের
প্রথম এই গন্তব্যে ১২ ঘণ্টায় পৌঁছতে পেরেছে ইম্পালস-২। একটি
 গাড়ির সমান ওজনের ওই উড়োজাহাজের ডানা জাম্বো জেট উড়োজাহাজের চেয়েও কিছুটা
বড়। পাঁচ মাসেরও বেশি সময় ধরে প্রশান্ত ও আটলান্টিক মহাসাগর পাড়ি দেয়াসহ এক
 মহাদেশ থেকে অন্য মহাদেশ ঘুরবে এটি। উড়োজাহাজটি ৩৫ হাজার কিলোমিটার পথ
পাড়ি দেবে।এক আসনের সৌরচালিত এ বিমানের পাইলট হলেন
 আন্দ্রে বর্সবার্গ। তিনি আরেক পাইলট বার্ট্রান্ড পিকার্ডের সাথে ভাগাভাগি
করে এ দায়িত্ব পালন করবেন। বিশ্বভ্রমণকালে উড়োজাহাজটি বিশ্বের বিভিন্ন
স্থানে যাত্রাবিরতি করবে। মাসকটসহ মোট ২৫টি স্থানে এটি যাত্রাবিরতি করবে।
আরব সাগর পার হয়ে পরে সেটি ভারতে পৌঁছবে। এরপর মিয়ানমার, চীন ও হাওয়াই হয়ে
 নিউ ইয়র্কে পৌঁছবে।see more


রাইট ভাইয়েরা উড়োজাহাজ তৈরি করার পর শত বছরের বেশি পেরিয়ে গেছে। মানুষ চাঁদে গেছে, কিছু দিনের মধ্যে মঙ্গলে যাবে। আমাদের জীবদ্দশাতেই হয়তো সেটা দেখে যেতে পারব। বিজ্ঞানের কল্যাণে আমাদের দৃষ্টি এই সৌরমণ্ডল ও গ্যালাক্সি ছাড়িয়ে মহাশূন্যের গভীর পর্যন্ত পৌঁছে গেছে। মানুষের অগ্রযাত্রা থেমে নেই। উড়ে যাওয়ার এই অগ্রযাত্রায় নতুন সংযোজন সৌরশক্তিচালিত উড়োজাহাজ। অবশেষে বিশ্বভ্রমণের লক্ষ্যে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবি থেকে গত ৯ মার্চ যাত্রা শুরু করেছে সৌরশক্তিচালিত উড়োজাহাজ সোলার ইম্পালস-২। বিস্তারিত নিয়ে লিখেছেন নাজমুল হোসেন
সোলার ইম্পালস-২ প্রথম সফল পদক্ষেপ হিসেবে আবুধাবি থেকে ওমানের রাজধানী মাসকটে পৌঁছেছে। ৪০০ কিলোমিটার দূরের প্রথম এই গন্তব্যে ১২ ঘণ্টায় পৌঁছতে পেরেছে ইম্পালস-২।
একটি গাড়ির সমান ওজনের ওই উড়োজাহাজের ডানা জাম্বো জেট উড়োজাহাজের চেয়েও কিছুটা বড়। পাঁচ মাসেরও বেশি সময় ধরে প্রশান্ত ও আটলান্টিক মহাসাগর পাড়ি দেয়াসহ এক মহাদেশ থেকে অন্য মহাদেশ ঘুরবে এটি। উড়োজাহাজটি ৩৫ হাজার কিলোমিটার পথ পাড়ি দেবে।
এক আসনের সৌরচালিত এ বিমানের পাইলট হলেন আন্দ্রে বর্সবার্গ। তিনি আরেক পাইলট বার্ট্রান্ড পিকার্ডের সাথে ভাগাভাগি করে এ দায়িত্ব পালন করবেন। বিশ্বভ্রমণকালে উড়োজাহাজটি বিশ্বের বিভিন্ন স্থানে যাত্রাবিরতি করবে। মাসকটসহ মোট ২৫টি স্থানে এটি যাত্রাবিরতি করবে। আরব সাগর পার হয়ে পরে সেটি ভারতে পৌঁছবে। এরপর মিয়ানমার, চীন ও হাওয়াই হয়ে নিউ ইয়র্কে পৌঁছবে।
- See more at: http://www.onnodiganta.com/article/detail/3934#sthash.mGzaUqAr.dpuf

Thursday, April 16, 2015

Russian man to undergo first head-to-body transplant

Doctors seem to be a step closer to performing a breakthrough surgery: transplanting a human head onto another body. A Russian man with a rare genetic muscle-wasting disorder has volunteered to be the first to try the procedure.

“I’m very interested in technology, and anything progressive that might change people’s lives for the better,” Valery Spiridonov from the Russian city of Vladimir, told RT.
Spiridonov, a 30-year-old qualified computer scientist, works for an IT firm.
He said that his disease is getting worse every year, and usually people with Werdnig-Hoffman disorder – a disease that wastes muscles – don’t live longer than 20 years, so it would be a chance to prolong his life and help scientific research in the process.
The operation is set to be conducted by renowned Italian surgeon Sergio Canavero, who sees the procedure as comparable to space exploration.
According to Canavero, the operation is set to last up to 36 hours, and will cost over $11 million.
During the procedure, the patient’s brain will be cooled down to 10-15 degrees Celsius (50-60 Fahrenheit) to prolong the time the cells are able to survive without oxygen.
The body will be taken from a brain-dead but otherwise healthy donor.
An ultra-sharp scalpel will be used to cut through the spinal cord, and a special biological glue will be used to connect the head to the new body.
After the operation, Valery will be put into a coma for three to four weeks to prevent any movement. He will also be given immunosuppressants with the aim of preventing the body rejecting its new head.
Many medics are against carrying out the procedure, with a Californian doctor saying it is “too overwhelming a project to succeed,” while others branded it “too outlandish to consider” and simply “crazy.”
Canavero has called the procedure “HEAVEN,” which is an acronym for head anastomosis venture. Anastomosis involves the surgical connecting of two parts.
Medical science has come a long way to even consider this operation: the first successful transplant on a person happened back in 1905, with a cornea replaced by an Austrian surgeon.
In 1967, a patient in South Africa received a new heart.
Russian man to undergo first head-to-body transplant