
বছরের বেশি পেরিয়ে গেছে। মানুষ চাঁদে গেছে, কিছু দিনের মধ্যে মঙ্গলে যাবে।
আমাদের জীবদ্দশাতেই হয়তো সেটা দেখে যেতে পারব। বিজ্ঞানের কল্যাণে আমাদের
দৃষ্টি এই সৌরমণ্ডল ও গ্যালাক্সি ছাড়িয়ে মহাশূন্যের গভীর পর্যন্ত পৌঁছে
গেছে। মানুষের অগ্রযাত্রা থেমে নেই। উড়ে যাওয়ার এই অগ্রযাত্রায় নতুন সংযোজন
সৌরশক্তিচালিত উড়োজাহাজ। অবশেষে বিশ্বভ্রমণের লক্ষ্যে সংযুক্ত আরব
আমিরাতের রাজধানী আবুধাবি থেকে গত ৯ মার্চ যাত্রা শুরু করেছে সৌরশক্তিচালিত
উড়োজাহাজ সোলার ইম্পালস-২। বিস্তারিত নিয়ে লিখেছেন নাজমুল হোসেনসোলার ইম্পালস-২ প্রথম সফল পদক্ষেপ
হিসেবে আবুধাবি থেকে ওমানের রাজধানী মাসকটে পৌঁছেছে। ৪০০ কিলোমিটার দূরের
প্রথম এই গন্তব্যে ১২ ঘণ্টায় পৌঁছতে পেরেছে ইম্পালস-২। একটি
গাড়ির সমান ওজনের ওই উড়োজাহাজের ডানা জাম্বো জেট উড়োজাহাজের চেয়েও কিছুটা
বড়। পাঁচ মাসেরও বেশি সময় ধরে প্রশান্ত ও আটলান্টিক মহাসাগর পাড়ি দেয়াসহ এক
মহাদেশ থেকে অন্য মহাদেশ ঘুরবে এটি। উড়োজাহাজটি ৩৫ হাজার কিলোমিটার পথ
পাড়ি দেবে।এক আসনের সৌরচালিত এ বিমানের পাইলট হলেন
আন্দ্রে বর্সবার্গ। তিনি আরেক পাইলট বার্ট্রান্ড পিকার্ডের সাথে ভাগাভাগি
করে এ দায়িত্ব পালন করবেন। বিশ্বভ্রমণকালে উড়োজাহাজটি বিশ্বের বিভিন্ন
স্থানে যাত্রাবিরতি করবে। মাসকটসহ মোট ২৫টি স্থানে এটি যাত্রাবিরতি করবে।
আরব সাগর পার হয়ে পরে সেটি ভারতে পৌঁছবে। এরপর মিয়ানমার, চীন ও হাওয়াই হয়ে
নিউ ইয়র্কে পৌঁছবে।see more
সোলার ইম্পালস-২ প্রথম সফল পদক্ষেপ হিসেবে আবুধাবি থেকে ওমানের রাজধানী মাসকটে পৌঁছেছে। ৪০০ কিলোমিটার দূরের প্রথম এই গন্তব্যে ১২ ঘণ্টায় পৌঁছতে পেরেছে ইম্পালস-২।
একটি গাড়ির সমান ওজনের ওই উড়োজাহাজের ডানা জাম্বো জেট উড়োজাহাজের চেয়েও কিছুটা বড়। পাঁচ মাসেরও বেশি সময় ধরে প্রশান্ত ও আটলান্টিক মহাসাগর পাড়ি দেয়াসহ এক মহাদেশ থেকে অন্য মহাদেশ ঘুরবে এটি। উড়োজাহাজটি ৩৫ হাজার কিলোমিটার পথ পাড়ি দেবে।
এক আসনের সৌরচালিত এ বিমানের পাইলট হলেন আন্দ্রে বর্সবার্গ। তিনি আরেক পাইলট বার্ট্রান্ড পিকার্ডের সাথে ভাগাভাগি করে এ দায়িত্ব পালন করবেন। বিশ্বভ্রমণকালে উড়োজাহাজটি বিশ্বের বিভিন্ন স্থানে যাত্রাবিরতি করবে। মাসকটসহ মোট ২৫টি স্থানে এটি যাত্রাবিরতি করবে। আরব সাগর পার হয়ে পরে সেটি ভারতে পৌঁছবে। এরপর মিয়ানমার, চীন ও হাওয়াই হয়ে নিউ ইয়র্কে পৌঁছবে।
- See more at: http://www.onnodiganta.com/article/detail/3934#sthash.mGzaUqAr.dpuf
No comments:
Post a Comment