কাল এলজি তাদের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোনে জি৪ এর ঘোষণা দিয়েছে। এটি তাদের
হিট মোবাইল জি৩ এর উত্তরসূরী হিসেবে বাজারে আসতে চলেছে
এলজি জানায়, এ যাবতকালের সবচেয়ে অ্যাডভান্সড ক্যামেরা নিয়ে আসবে জি৪। এতে
শুধুমাত্র এফ১.৮ অ্যাপারচারই যোগ হয়নি, এর মাধ্যমে 'র ইমেজ'
আজ থেকে দক্ষিণ কোরিয়ার বাজারে পাওয়া যাবে এটি। বিশ্বের ১৮০টি দেশে
বাজারজাত হবে জি৪। তবে ভারত বা বাংলাদেশের বাজারে কবে নাগাদ পাওয়া যাবে তা
নির্দিষ্ট করে বলেনি।
এই মুহূর্তে বাজারের সর্বোচ্চমানের স্মার্টফোন স্যামসাং গ্যালাক্সি এস৬, আইফোন ৬ বা এইচটিসি এম৯ এর সঙ্গে প্রতিযোগিতা করবে।
এলজি এর সিইও জুনো চো বলেন, আমারা বরাবরের মতো অ্যাডভান্সড টেকনলজির
ক্ষেত্রে প্রতিশ্রুতিবদ্ধ যার নিশানা এই ফোনটিতে পাওয়া যাবে। ব্যবহারকারীরা
আরো প্রযুক্তিবান্ধব অনুভূতি পাবেন। এতে অত্যাধুনিক প্রযুক্তির সঙ্গে
অ্যানালগ পদ্ধতির সমাবেশ ঘটানো হয়েছে। এর সঙ্গে যোগ হয়েছে সর্বোচ্চ
পারফরমেন্স। এ পর্যন্ত আমাদের সবচেয়ে আকাঙ্ক্ষিত স্মার্টফোনটি বানিয়েছি
আমরা।
জি৪-এ দেওয়া হয়েছে নতুন ৫.৫ ইঞ্চির আইপিএস কোয়ান্টাম ডিসপ্লে। রংয়ের গুণগত
মান ২০ শতাংশ বেড়েছে, উজ্জ্বলতা বাড়ানো হয়েছে ২৫ শতাংশ এবং কন্ট্রাস্ট
উন্নত করা হয়েছে ৫০ শতাংশ।
কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮০৮ প্রসেসরে যোগ হয়েছে এক্স১০ এলটিই। পর্দার
রেজ্যুলেশন ২৫৬০x১৪৪০.৫৩৮ পিপিআই। ৩২ জিবি ইএমএমসি রম রয়েছে। আছে
মাইক্রোএসডি স্লট। এলপিডিডিআর৩ ৩জিবি র্যাম আছে। ব্যাটারি খোলা যায় যার
শক্তি ৩০০০ এমএএইচ। অ্যান্ড্রয়েড ললিপপ ৫.১ দেওয়া হয়েছে এতে। সূত্র :
ইন্ডিয়া টুডে - See more
গত
http://www.kalerkantho.com/online/info-tech/2015/04/29/216168#sthash.81iScuX1.dpuf
No comments:
Post a Comment